JU Admission 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিলতে পারে একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ, আবেদনের শেষ দিন কবে?

বিভিন্ন স্কুলে সর্বাধিক আসনসংখ্যা ৮৩।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৫
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধীনে একাধিক বিভাগ থেকে পিএইচডি-র সুযোগ রয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মিডিয়া থেকে ফার্মাকোলজি— নানা বিষয়ে গবেষণার সুযোগ পাবেন পড়ুয়ারা। এ জন্য অফলাইনে আবেদন করতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ অ্যাডভান্সড স্টাডিজ ইন ইন্ডাস্ট্রিয়াল পলিউশান কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ কগনিটিভ সায়েন্স, স্কুল অফ এডুকেশন টেকনোলজি, স্কুল অফ ইলিউমিনেশন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজ়াইন, স্কুল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক্স, স্কুল অফ লেসার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ মেটিরিয়াল সায়েন্স অ্যান্ড ন্যানোটেকনোলজি, স্কুল অফ মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড কালচার, স্কুল অফ মোবাইল কম্পিউটিং অ্যান্ড কমিউনিকেশন, স্কুল অফ ন্যাচরাল প্রোডাক্ট স্টাডিজ়, স্কুল অফ নিউক্লিয়ার স্টাডিজ় অ্যান্ড অ্যাপ্লিকেশন, স্কুল অফ ওশিয়ানোগ্রাফিক স্টাডিজ়, স্কুল অফ ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ ওয়েমেন স্টাডিজ় এবং ডিপার্টমেন্ট অফ অ্যাডাল্ট, কন্টিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন। বিভিন্ন স্কুলে সর্বাধিক আসনসংখ্যা ৮৩।

পড়ুয়ারা গবেষণা করতে পারবেন সিস্টেমস বায়োলজি অ্যান্ড ইমেজ প্রসেসিং এআই-এমএল ইন হেলথ কেয়ার, সিকিউরিটি, ব্লকচেন, সাস্টেনেবেল লাইটিং সিস্টেমস, মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড কালচার, আইডেন্টিটি অ্যান্ড পলিটিক্স, পারফরম্যান্স অ্যান্ড রিসেপশন, এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড পলিটিক্স-সহ নানা বিষয়ে।

Advertisement

প্রতিটি স্কুল থেকে পিএইচডি-র জন্য পৃথক যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদে উল্লিখিত। বিভিন্ন স্কুলে লিখিত প্রবেশিকা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে যাঁরা নেট/ সেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ বা অন্য কোনও জাতীয় স্তরের ফেলোশিপ প্রাপক, তাঁদের ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় জমা দিতে হবে। পাশাপাশি, অনলাইনে জমা দিতে হবে আবেদনমূল্য বাবদ ৫০০ টাকাও। আগামী ২২ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। আবেদনের শর্তাবলি বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement