LIC HFL Recruitment 2025

১৯২ জন কর্মী প্রয়োজন এলআইসি হাউজ়িং ফিনান্স লিমিটেড-এ, কোন পদে আবেদন করা যাবে?

নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৯
Share:

এলআইসি হাউজ়িং ফিনান্স লিমিটেড। ছবি: সংগৃহীত।

প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে এলআইসি হাউজ়িং ফিনান্স লিমিটেড (এইচএফএল)। এই মর্মে রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সংস্থায় কাজের সুযোগ পাবেন স্নাতকেরা। আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।

Advertisement

সংস্থায় অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। শূন্যপদের সংখ্যা ১৯২। নিযুক্তদের কর্মস্থল হবে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে। তাঁদের প্রশিক্ষণের মেয়াদ এক বছর। প্রশিক্ষণ পর্ব শুরু ১ নভেম্বর (সম্ভাব্য তারিখ)।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়সসীমা ধার্য করা হয়েছে ২০ থেকে ২৫ বছর। পাশাপাশি, তাঁদের যে কোনও বিষয়ে স্নাতকোত্তীর্ণ হওয়াও জরুরি। নিয়োগের পর শিক্ষানবিশদের বৃত্তির পরিমাণ হবে মাসে ১২,০০০ টাকা।

Advertisement

চাকরিপ্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পদের জন্য সমস্ত নথি জমা দিত হবে। আবেদনমূল্যের পরিমাণ অসংরক্ষিত শ্রেণিভুক্ত, তফসিলি জাতি, উপজাতি ও মহিলা প্রার্থী এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য যথাক্রমে ৯৪৪ টাকা, ৭০৮ টাকা এবং ৪৭২টাকা। আগামী ২২ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর প্রবেশিকা পরীক্ষা, নথি যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement