ইগনু। ছবি: সংগৃহীত।
কর্মী নিয়োগ করবে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক মিডিয়া প্রোডাকশন সেন্টার (ইএমপিসি)-র জন্য এই নিয়োগ। যেখানে নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে কাজের মিলবে নিযুক্তদের। এ জন্য চাকরিপ্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সেন্টারে নিয়োগ হবে কনসালট্যান্ট (ভিডিয়ো এডিটিং) পদে। শূন্যপদ দু’টি। নিযুক্তদের সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে প্রথমে ছ’মাস কাজ করতে হবে। এর পর তাঁর কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ সর্বাধিক দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজ়মে গ্র্যাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, ন্যূনতম পাঁচ বছর ভিডিয়ো এডিটিংয়ের অভিজ্ঞতা এবং ভিডিয়ো এডিটিংয়ের বিভিন্ন সফটঅয়্যার সম্পর্কেও জ্ঞান থাকা প্রয়োজন।
এ জন্য প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ৯ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিশদ জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।