প্রতীকী চিত্র।
পড়ুয়াদের উচ্চশিক্ষা ক্ষেত্রে সাহায্যের জন্য গত কয়েক বছর ধরে সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ (সিএসএসএস)-এর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। চলতি শিক্ষাবর্ষের জন্যও এই স্কলারশিপ বা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এ জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে।
সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ স্কিম (সিএসএসএস) কী?
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে এই বৃত্তি ব্যবস্থা চালু করা হয়েছে ২০০৮ সাল থেকে। যার মূল উদ্দেশ্য, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্য করা।
কারা পাবেন?
কলেজ-বিশ্ববিদ্যালয়ে পাঠরত স্নাতক স্তর থেকে স্নাতকোত্তরের পড়ুয়াদের জন্য এই বৃত্তির ব্যবস্থা করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এ জন্য পড়ুয়াদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। পুরুষ এবং মহিলা— উভয়েই পাবেন এই স্কলারশিপ।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ পরীক্ষায় ৮০ শতাংশের বেশি নম্বর পেতে হবে।
অর্থনৈতিক মাপকাঠি: তাঁদের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং দ্বারা নির্ধারিত আর্থিক ভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের অংশ হতে হবে। একই সঙ্গে তাঁরা রাজ্য বা কেন্দ্রের অন্য কোনও বৃত্তিপ্রাপক হলে চলবে না।
বৃত্তির পরিমাণ এবং কতদিন পাওয়া যাবে—
স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য বৃত্তির পরিমাণ মাসে ১০০০ টাকা। অন্য দিকে, স্নাতকোত্তরের পড়ুয়াদের ক্ষেত্রে বৃত্তির পরিমাণ হবে মাসে ২০০০ টাকা। প্রতি শিক্ষাবর্ষে ১০ মাস এই বৃত্তি দেওয়া হবে। এর পর দেওয়া হবে পুনর্নবীকরণ বা রিনিউয়ালের সুযোগ। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এই বৃত্তি মিলতে পারে।
কী ভাবে আবেদন গ্রহণ—
বৃত্তির জন্য পড়ুয়াদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (এনএসপি)-র ওয়েবসাইট scholarships.gov.in- এ গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩১ অক্টোবর।