আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।
অস্থায়ী ভাবে গবেষক নিয়োগ করা হবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায়। প্রতিষ্ঠানের দু’টি ইউনিটে গবেষণা প্রকল্পের কাজ হবে। এ জন্য ইচ্ছুকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
আইএসআই কলকাতার এগ্রিকালচারাল অ্যান্ড ইকোলজিক্যাল রিসার্চ ইউনিট এবং কম্পিউটার ভিশন অ্যান্ড প্যাটার্ন রিকগনিশন ইউনিটে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। গবেষণা প্রকল্পের নাম— ‘মেশিন লার্নিং ফর ইমেজ বেসড আইডেন্টিফিকেশন অফ নেমাটোডস— আ নভেল প্যারাডাইম ইন বায়োডাইভারসিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রিসিশন এগ্রিকালচার’। এর জন্য অর্থ জোগাবে কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ (ডিবিটি)।
প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ (নেমাটোলজি) এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ (মেশিন লার্নিং) পদে নিয়োগ হবে। শূন্যপদ দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর প্রকল্পের প্রয়োজন এবং নিযুক্তের কর্মদক্ষতা অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্তদের সাম্মানিক দেওয়া হবে মাসে ২৫,০০০ টাকা বা ৩১,০০০ টাকা।
প্রজেক্ট লিঙ্কড পার্সন (নেমাটোলজি) পদে আবেদনকারীদের জীববিদ্যায় স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। একই ভাবে অন্য পদটির জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
এ জন্য আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২১ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ বা শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।