যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
সাংবাদিকতা এবং গণজ্ঞাপন নিয়ে উচ্চশিক্ষা করবেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। সেখানে জানানো হয়েছে, আগ্রহীদের থেকে অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ়, ল অ্যান্ড ম্যানেজমেন্ট’-এর তরফে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজ়মের কোর্সটি করানো হবে। চলতি শিক্ষাবর্ষের জন্যই এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। পড়ুয়ারা সংশ্লিষ্ট বিষয়ে এমএ ডিগ্রি লাভের সুযোগ পাবেন। কোর্সের মেয়াদ দু’বছর। সংশ্লিষ্ট কোর্সে মোট ৬২টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। দু’বছরের কোর্সের মোট টিউশন ফি ২৬,২০০ টাকা।
আগ্রহীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে তিন বছরের অনার্স বা মেজর ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন ন্যূনতম ৫০ শতাংশ নম্বর। সংরক্ষিতদের জন্য নম্বরে ছাড় থাকবে।
আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১২ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন।
সংশ্লিষ্ট কোর্সে লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। প্রবেশিকার জন্য সংরক্ষিত এবং অসংরক্ষিতদের আবেদনমূল্য বাবদ যথাক্রমে ১০০ এবং ২০০ টাকা জমা দিতে হবে। আগামী ১৪ সেপ্টেম্বর প্রবেশিকার অর্থমূল্য জমা দেওয়ার শেষ দিন। এর পর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হবে ২০ সেপ্টেম্বর। আগামী ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে মেধাতালিকা।