CBSE Board Exams 2026

দশম এবং দ্বাদশের পরীক্ষার জন্য স্কুলগুলিকে তথ্য জমা দেওয়ার নির্দেশ সিবিএসই

পরীক্ষার প্রস্তুতি পর্বে এলওসি জমা দেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতি বছরই সিবিএসই-র বোর্ড পরীক্ষার আগে লিস্ট অফ ক্যান্ডিডেটস (এলওসি) জমা দিতে হয় স্কুলগুলিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৮:০৭
Share:

সিবিএসই। ছবি: সংগৃহীত।

আগামী বছরের দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিল সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন)। এই প্রথম দশম শ্রেণির পরীক্ষা দু’বার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক প্রস্তুতি পর্বে স্কুলগুলির কাছে পরীক্ষার্থীর তালিকা (এলওসি) চাওয়া হয়েছে সিবিএসই-র তরফে। এ সংক্রান্ত সমস্ত তথ্য-সহ নির্দেশিকা জারি করেছে বোর্ড।

Advertisement

প্রতি বছরই বোর্ড পরীক্ষার আগে সিবিএসই-র কাছে লিস্ট অফ ক্যান্ডিডেটস (এলওসি) জমা দিতে হয় স্কুলগুলিকে। তবে আগামী বছর থেকে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। দশম শ্রেণিতে দু’বার বোর্ড পরীক্ষার আয়োজন করছে সিবিএসই। তাই এলওসি জমা দেওয়ার ক্ষেত্রেও আনা হয়েছে বড় বদল।

কী ধরনের বদল আনা হয়েছে?

Advertisement

১) আগামী বছর দশম শ্রেণির প্রথম পর্বের মূল পরীক্ষাটি হবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। এই পরীক্ষায় বাধ্যতামূলক ভাবে বসতে হবে সকল পরীক্ষার্থীকে। তাই এখনই পরীক্ষার্থীদের সমস্ত তথ্য জমা দিতে হবে স্কুলগুলিকে। প্রথম পর্বের পরীক্ষা শেষ হওয়ার পর দ্বিতীয় পর্বের আয়োজন করা হবে। যে সব পড়ুয়া দ্বিতীয় পর্বের পরীক্ষায়ও বসতে আগ্রহী তাদের তালিকা স্কুলগুলিকে দিতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের পর। বোর্ডের দাবি, দুই পর্বে পরীক্ষার আয়োজন করলে পরীক্ষার্থীদের উপর চাপ কমবে, পড়াশোনার প্রতি আগ্রহ বজায় থাকবে। পাশাপাশি মূল্যায়ন পদ্ধতিও স্বচ্ছ হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।

২) এ বছর অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি (আপার) আইডি এবং এলওসসি ডেটা সংযুক্ত করার নির্দেশ দিয়েছে সিবিএসই। তথ্য ব্যবস্থাপনা নির্ভুল করার লক্ষ্যেই এই পদক্ষেপ। সারা দেশের সিবিএসই অধীনস্থ স্কুলগুলির জন্য প্রযোজ্য হবে এই নির্দেশ। দেশের বাইরের স্কুলগুলির ক্ষেত্রে অবশ্য এই নিয়ম চালু হচ্ছে না।

৩) এ ছাড়াও পরীক্ষার্থীদের নাম, জন্মতারিখ, জন্ম সাল সংক্রান্ত তথ্য, অভিভাবকদের নাম, অপার আইডি, বিভিন্ন বিষয়ের নাম এবং নির্দিষ্ট কোড, কোন ক্যাটাগরিতে পরীক্ষা দেবে, সে সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে স্কুলগুলিকে। এ ক্ষেত্রে যাতে কোনও ভুল না থাকে, সে বিষয়েও বোর্ডের তরফে সতর্ক করা হয়েছে স্কুলগুলিকে।

৪) বোর্ডের পোর্টালে বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের সমস্ত তথ্যও যথাযথ ভাবে আপলোড করতে হবে স্কুলগুলিকে। যাতে পরীক্ষার সময় তাদের জন্য নির্দিষ্ট সুযোগসুবিধাগুলি দেওয়া যায়।

সম্পূর্ণ পরীক্ষা ব্যবস্থা আরও স্বচ্ছ করতেই সিবিএসই-র তরফে একাধিক বদল আনা হচ্ছে বলে দাবি বোর্ডের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement