CU Admission 2025

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিটেক কোর্সের ভর্তি শুরু, কোন কোন বিষয় পড়া যাবে?

পড়ুয়াদের র‍্যাঙ্কের নিরিখে জয়েন্ট বোর্ডের নির্ধারিত বরাদ্দ আসনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৮:১৬
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

গত ২২ অগস্ট ঘোষণা করা হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (ডব্লিউবিজেইই)-র ফলাফল। তার ভিত্তিতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে শুরু হয়েছে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া। ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সমস্ত তথ্য। জানানো হয়েছে, এ জন্য অনলাইনে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয় থেকে একাধিক বিষয়ে বিটেক করার সুযোগ রয়েছে। পড়ুয়ারা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, অপটিক্স অ্যান্ড অপ্টোইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি নিয়ে পড়তে পারবেন। সমস্ত কোর্সের মেয়াদ চার বছর।

আবেদনকারীদের উচ্চমাধ্যমিক স্তরে গণিত, পদার্থবিদ্যা, রসায়নের মতো বিষয়-সহ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হতে হবে চলতি বছরের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (ডব্লিউবিজেইই)-এ।

Advertisement

সংশ্লিষ্ট কোর্সের প্রথম সেমেস্টারের ফি ৬,৪০০ টাকা। দ্বিতীয় থেকে অষ্টম সেমেস্টারের কোর্স ফি ৪,৫২৫ টাকা।

পড়ুয়াদের র‍্যাঙ্কের নিরিখে জয়েন্ট বোর্ডের নির্ধারিত বরাদ্দ আসনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে। এ জন্য তাঁদের বিশ্ববিদ্যালয়ে গিয়ে সমস্ত নথি যাচাই করতে হবে। একই সঙ্গে অনলাইনেও আবেদনপত্র ও নির্দিষ্ট আবেদনমূল্যও জমা দিতে হবে।

জয়েন্ট বোর্ডের দ্বারা প্রথম রাউন্ডের জন্য আসন বরাদ্দ করা হবে আগামী ৪, ৬ এবং ৭ সেপ্টেম্বর। দ্বিতীয় রাউন্ডের জন্য বোর্ডের তরফে আগামী ৯ এবং ১১ সেপ্টেম্বর আসন বরাদ্দ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement