কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিজ়িওলজি বা শারীরবিদ্যা বিভাগে গবেষণার কাজের সুযোগ। বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত মেয়াদে গবেষণার কাজে যোগ দেওয়ার সুযোগ পাওয়া যাবে। সংশ্লিষ্ট প্রকল্পের জন্য অর্থ জোগাবে কেন্দ্রীয় সংস্থা। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
আচার্য প্রফুল্ল চন্দ্র রোডে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অ্যাস্পায়ার স্কিমের অর্থপুষ্ট।
প্রকল্পটিতে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। তাঁদের ‘এক্সপ্লোরিং দ্য নিউরোপ্রোটেক্টিভ রোল অফ ফলিক অ্যাসিড এগেন্সট আর্সেনিক ইনডিউসড সেরেব্রাল ডিজেনারেশন উইথ এম্পফ্যাসিস অন মাইক্রোগ্লিয়াল ডায়নামিক্স অ্যান্ড ইনফ্লামোসোম অ্যাক্টিভেশন’ প্রকল্পে কাজের সুযোগ মিলবে। প্রকল্পের নিযুক্তের কাজের মেয়াদ থাকবে তিন বছর। তাঁর সাম্মানিকের পরিমাণ হবে যথাক্রমে মাসে ৩৭,০০০ টাকা।
আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। স্নাতকোত্তরে শারীরবিদ্যা বা জীবন বিজ্ঞানের অন্য কোনও বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি নেট/ গেট উত্তীর্ণও হতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
আগ্রহীরা জীবনপঞ্জি-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ১০ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।