St. Xaviers College Admission 2025

সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পিএইচডি-র সুযোগ, কোন কোন বিষয়ে আবেদন করা যাবে?

কলেজের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১৯:১৮
Share:

সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। ছবি: সংগৃহীত।

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে বিজ্ঞান ও বাণিজ্যের কিছু বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। পিএইচডি-তে ভর্তির জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কলেজের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য কলেজের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। আগ্রহীদের থেকে এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

কলেজে পদার্থবিদ্যা, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে। প্রতি বিষয়ের বিভিন্ন ক্ষেত্রে গবেষণার সুযোগ পাবেন পড়ুয়ারা। জানা গিয়েছে, পদার্থবিদ্যা বিভাগে ৪টি, অর্থনীতিতে ৪টি, বাণিজ্যে ৮টি, বায়োটেকনোলজিতে ৯টি এবং মাইক্রোবায়োলজিতে ৩টি আসন রয়েছে।

বিভিন্ন বিভাগে আবেদনকারীদের স্নাতকোত্তরের পাশাপাশি সিএসআইআর নেট/ ইউজিসি নেট/ সেট/ গেট-এ উত্তীর্ণ হওয়া জরুরি।

Advertisement

মেধার ভিত্তিতেই সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। কোনও প্রবেশিকার আয়োজন করা হবে না। তবে দিতে হবে ইন্টারভিউ।

এ জন্য কলেজের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে ১০০০ টাকা। পাশাপাশি, গবেষণার বিষয়ের উপর অনলাইনেই জমা দিতে হবে একটি ‘স্টেটমেন্ট অফ পারপাস’ও। আগামী ১৫ সেপ্টেম্বর নথি জমা দেওয়ার শেষ দিন। ইন্টারভিউ শুরু ১৬ সেপ্টেম্বর থেকে। মেধাতালিকা প্রকাশ করা হবে ২৭ অক্টোবর। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement