প্রতীকী চিত্র।
সাময়িক ভাবে থমকে ছিল রাজ্যের কলেজগুলিতে এমবিবিএস ভর্তি প্রক্রিয়া। কী কারণে এই বিলম্ব, তা অবশ্য জানানো হয়নি কর্তৃপক্ষের তরফে। শুক্রবার রাজ্যের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েট (নিট ইউজি)-এর জন্য কাউন্সেলিং প্রক্রিয়া সংক্রান্ত সংশোধিত সময়সূচি প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (ডব্লিউবিএমসিসি)। একইসঙ্গে জানানো হল, শনিবারই কলেজে ভর্তির জন্য কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের ফল ঘোষণা করা হল।
রাজ্যের মেডিক্যাল এবং ডেন্টাল কলেজগুলিতে স্নাতকে ভর্তি নেয় ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (ডব্লিউবিএমসিসি)। নিট ইউজি-র মাধ্যমে রাজ্যের জন্য বরাদ্দ ৮৫ শতাংশ কোটার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে পড়ার সুযোগ পান পড়ুয়ারা। নিট ইউজিতে প্রাপ্ত র্যাঙ্কের মাধ্যমেই কাউন্সেলিং যোগ দেওয়ার সুযোগ পান তাঁরা। এ বছর কাউন্সেলিংয়ে যোগ দিতে পারবেন ১১,১৭৮ জন পড়ুয়া।
প্রথম রাউন্ডের কাউন্সেলিং চলাকালীন হঠাৎই সেই প্রক্রিয়া থমকে যায়। কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি সরকারি ভাবে। তবে অনুমান করা হয়, প্রশাসনিক এবং প্রযুক্তিগত কারণই দায়ী এর জন্য। শুক্রবার, আবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সংশোধিত সময়সূচি প্রকাশ করে ডব্লিউবিএমসিসি।
নয়া বিজ্ঞপ্তিতে প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য যোগ্য পড়ুয়াদের নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে যেমন জানানো হয়েছিল, সেই মতো শনিবার প্রকাশ করা হয় কাউন্সেলিংয়ের ফলাফলও। এর পর ফলাফলের ভিত্তিতে ২৩, ২৫ এবং ২৬ অগস্ট প্রথম রাউন্ডের নির্বাচিতদের নির্ধারিত কলেজে ভর্তির জন্য সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে।
কী ভাবে কলেজে আসন বরাদ্দের ফলাফল জানতে পারবেন?
১) প্রথমে wbmcc.nic.in-এ যেতে হবে।
২) ওয়েবসাইটের উপরের দিকে লেখা ‘ইউজি মেডিক্যাল/ ডেন্টাল’ কাউন্সেলিং বিভাগে ক্লিক করতে হবে।
৩) সেখানে নিট ইউজি রোল নম্বর এবং পাসওয়ার্ড দিলেই নিজের ‘সিট অ্যালটমেন্ট’-এর ফলাফল দেখে নিতে পারবেন পড়ুয়ারা।