প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
অবশেষে কাটল জট। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশের দিন ঘোষণা করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইই)। ওবিসি জটিলতা নিয়ে শীর্ষ আদালতের রায়ের পরই বোর্ড জানিয়েছে, আগামী ২৫ অগস্ট প্রকাশ করা হবে মেধাতালিকা। তার পরই ভর্তি প্রক্রিয়া শুরু হবে বিশ্ববিদ্যালয়ে।
গত ৯ অগস্ট প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রবেশিকা পরীক্ষার মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক তার আগেই ওবিসি সংরক্ষণ মামলায় স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট। থমকে যায় ফল ঘোষণা। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পর জটিলতা কাটতেই ফের দিন ঘোষণা করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
গত ২১ ও ২২ জুন বোর্ডের তরফে প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষা আয়োজন করা হয়েছিল। কিন্তু দেড় মাসেরও বেশি সময় ধরে আটকে ছিল ফলপ্রকাশ। ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে উদ্ভূত জটিলতার কারণেই ফল প্রকাশ করা যাচ্ছিল না বলে বার বার জানিয়েছে বোর্ড। অবশেষে কেটেছে জটিলতা।
চলতি মাসের প্রথমে বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী জানানো হয়, আগামী ৩ অগস্ট থেকে ৫ অগস্ট মধ্যরাত পর্যন্ত নিজেদের জাতিগত পরিচয়ের তথ্যাদি সংযোজন করতে হবে পোর্টালে।
উল্লেখ্য, ২১ এবং ২২ জুন স্নাতকে কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তির প্রবেশিকার আয়োজন করা হয়েছিল। এর পর ১০ জুলাই প্রকাশ করা হয় পরীক্ষার ‘আনসার কি’।