আইআইএম কলকাতা। ছবি: সংগৃহীত।
দেশের অন্যতম নামী ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইআইএম (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট), কলকাতা থেকে এমবিএ-এক্স (মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন-এক্সিকিউটিভ)-র সুযোগ। বিভিন্ন সংস্থায় কর্মরতদের জন্য এই বিশেষ ব্যবস্থা। এ জন্য অনলাইনে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের এমবিএ-এক্স প্রোগ্রামটি এক বছরের রেসিডেন্সিয়াল প্রোগ্রাম। সংশ্লিষ্ট কোর্সের জন্য ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে মোট তিনটি রাউন্ডে। বর্তমানে চলছে দ্বিতীয় রাউন্ডের ভর্তি প্রক্রিয়া।
কোর্সটিতে অর্থনীতি, অর্গানাইজ়েশনাল বিহেভিয়ার, বিজ়নেস এথিক্স অ্যান্ড কমিউনিকেশন, ফিন্যান্স অ্যান্ড কন্ট্রোল, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট-এর মতো একাধিক বিষয় পড়ানো হবে।
আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতক-উত্তীর্ণ হওয়ার পর পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। প্রয়োজন জিম্যাট (গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট)-এর স্কোরও।
কোর্সে ভর্তির ক্ষেত্রে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, জিম্যাট স্কোর, স্টেটমেন্ট অফ পারপাস (এসওপি), রেকমেন্ডেশন লেটার এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ সমস্ত নথি জমা দিতে হবে। আগামী ১৫ অক্টোবর আবেদনের শেষ দিন। আগ্রহীরা এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারেন।