NEET PG 2025 Scorecard

প্রকাশিত নিট পিজি-র মেধাতালিকা, স্কোরকার্ড দেখা যাবে কবে থেকে?

দেশে মেডিক্যালের এমডি, এমএস, পিজি ডিপ্লোমা, পোস্ট এমবিবিএস ডিএনবি, ডিআরএনবি-র মতো স্নাতকোত্তরের কোর্সগুলিতে নিট পিজি-র মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৭:৩১
Share:

প্রতীকী চিত্র।

চলতি বছরের মেডিক্যালের স্নাতকোত্তরে ভর্তি প্রবেশিকার (নিট পিজি বা ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন)-এর ফল ঘোষণা করা হল। এনবিইএমএস (ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস)-এর ওয়েবসাইটেই প্রকাশ করা হল ফলাফল।

Advertisement

দেশে মেডিক্যালের এমডি, এমএস, পিজি ডিপ্লোমা, পোস্ট এমবিবিএস ডিএনবি, ডিআরএনবি-র মতো স্নাতকোত্তরের কোর্সগুলিতে নিট পিজি-র মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়। এ বছর একটিই পর্বে আয়োজন করা হয়েছিল নিট পিজি-র। পরীক্ষা হয়েছিল ৩ অগস্ট। পরীক্ষার্থীর সংখ্যা ছিল দু'লক্ষের বেশি। পরীক্ষারই ৫০ শতাংশ অল ইন্ডিয়া কোটা (এআইকিউ)-র ভিত্তিতে ভর্তির মেধাতালিকা প্রকাশ করেছে এনবিইএমএস। একইসঙ্গে প্রকাশিত হয়েছে পরীক্ষার স্কোরকার্ড। উত্তীর্ণদের স্কোর, পার্সেন্টাইল এবং সর্বভারতীয় র‍্যাঙ্ক-এর উল্লেখ রয়েছে সেখানেই।

তবে পরীক্ষার্থীরা স্কোরকার্ড এবং ফাইনাল আনসার কি এখনই ওয়েবসাইটে দেখতে পাবেন না। আগামী ৫ সেপ্টেম্বর থেকে এনবিইএমএস-এর ওয়েবসাইট থেকে সেগুলি ডাউনলোড করা যাবে। এর পর কাউন্সেলিং এবং নথি যাচাইকরণের পর উত্তীর্ণেরা নির্ধারিত কলেজে বরাদ্দ আসনে ভর্তির সুযোগ পাবেন।

Advertisement

কী ভাবে স্কোরকার্ড দেখবেন?

১) পরীক্ষার্থীদের https://natboard.edu.in/?utm_source=chatgpt.com -এ যেতে হবে।

২) সেখানে নিট পিজি রেজাল্ট-এর লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) ক্লিক করার পর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ ও সাল দিলেই তাঁদের স্কোরকার্ড দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

৪) এই স্কোরকার্ড ডাউনলোড করেও রাখা যাবে। স্কোরকার্ড ডাউনলোড করা যাবে ছ’মাস পর্যন্ত।

উল্লেখ্য, এর আগে ফাইনাল আনসার কি প্রকাশের কথা স্পষ্ট ভাবে ঘোষণা করেনি বোর্ড। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রতি প্রশ্নে পরীক্ষার্থীরা কী উত্তর দিয়েছেন, তা প্রকাশ করার কথা জানায় এনবিইএমএস। মূলত পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে এবং পরীক্ষার্থীদের বিভ্রান্তি দূর করতেই শীর্ষ আদালতের এই নির্দেশ। এ বছরই প্রথম এ ভাবে আনসার কি প্রকাশ করা হবে। শুক্রবারই এনবিইএমএস-এর ওয়েবসাইটে প্রকাশিত হবে আনসার কি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement