প্রতীকী চিত্র।
সারা দেশে বিভিন্ন নামী প্রতিষ্ঠানে মাঝে মাঝেই ওয়ার্কশপ বা কর্মশালার আয়োজন করা হয়। পড়ানো হয় নানা কোর্সও। কলা, বিজ্ঞান, বাণিজ্য, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মেডিক্যাল-এর নানা বিষয়ে পাঠদান করা হয় এ সমস্ত উদ্যোগের মাধ্যমে। বর্তমানে কোন কোন কোর্স কোথায় পড়ানো হচ্ছে, নতুন কোন কোর্স চালু হল, কোথায়ই বা কর্মশালার আয়োজন করা হচ্ছে, তা জানাতেই এই প্রতিবেদন। এক নজরে দেখে নেওয়া যাক কোথায়, কী চলছে—
১) গবেষণাপত্র লেখা এবং এআই সংক্রান্ত:
এ রাজ্যে দি এশিয়াটিক সোসাইটি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল রিফর্ম অ্যান্ড রিসার্চ-এর তরফে একটি কর্মশালার আয়োজন করা হবে। গবেষণাপত্র লেখার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম মেধার নানা টুলস কতটা কার্যকরী, কী ভাবে ব্যবহার করা যায়, সে সম্পর্কে আলোচনা করা হবে এই কর্মশালায়।
*কোথায় হবে— এশিয়াটিক সোসাইটিতে।
*কবে— ৪ সেপ্টেম্বর।
*কতদিন চলবে— ১ দিন।
*কারা আবেদন করতে পারবেন— যে কোনও ব্যক্তি।
*অগ্রাধিকার—এশিয়াটিক সোসাইটি বা আইআইএসআরআর-এ ইতিমধ্যেই যাঁদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
*আবেদন কী ভাবে— অনলাইন বা অফলাইনে।
*আবেদনের শেষ দিন— ৩০ অগস্ট।
২) ইঞ্জিনিয়ারিংয়ের কর্মশালা:
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে আয়োজন করা হবে কর্মশালার। দু’টি বিষয়ে হাতেকলমে কাজ শেখার সুযোগ পাবেন পড়ুয়ারা। বিষয়গুলি— ক) থ্রি-ডি মডেলিং অ্যান্ড সিমুলেশন ইউজিং সলিডওয়ার্ক্স এবং খ) ইনসাইট অ্যান্ড গাইডেন্স অন ইলেকট্রিক অ্যান্ড হাইব্রিড ভেহিকেলস।
*কোথায় হবে— অনলাইনে।
*কবে— ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
*কতদিন চলবে— চার সপ্তাহ। ।
*কারা আবেদন করতে পারবেন— যে কোনও ব্যক্তি।
*আবেদন কী ভাবে— অনলাইনে।
*আবেদনের শেষ দিন— বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
৩) মেডিক্যাল কর্মশালা:
কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর তরফে একটি কর্মশালা করানো হবে। যোগদানকারীরা ক্যারিয়োটাইপিং এবং ফ্লুরোসেন্ট ইন সিটু হাইব্রিডাইজ়েশন (ফিশ) টেকনিক নিয়ে সমস্ত তথ্য জানতে পারবেন। এই দু’টি বিষয়ই মানবশরীরে ক্রোমোজম বিশ্লেষণের ক্ষেত্রে কাজে আসে।
*কোথায় হবে— এমস কল্যাণীতে।
*কবে— ১৬-১৭ অক্টোবর।
*কতদিন চলবে— ২ দিন।
*কারা আবেদন করতে পারবেন— মেডিক্যালের পড়ুয়ারা।
*আবেদন কী ভাবে— অনলাইনে।
*আবেদনের শেষ দিন— উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে।
৪) সাংবাদিকতা এবং এআই সংক্রান্ত কোর্স:
বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের তরফে আয়োজন করা হবে এই কোর্সের। পড়ানো হবে সাংবাদিকতায় কৃত্রিম মেধার ব্যবহার নিয়ে। একই সঙ্গে আলোচনা করা হবে সাংবাদিকতার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে।
*কোথায় হবে— অনলাইনে।
*কবে— সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।
*কতদিন চলবে— ৩ মাস।
*কারা আবেদন করতে পারবেন— যে কোনও ব্যক্তি।
*আবেদন কী ভাবে— অনলাইনে।
*আবেদনের শেষ দিন— উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে।
৫) ব্যবসায়িক ক্ষেত্র এবং এআই সংক্রান্ত কোর্স:
বম্বের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-র তরফে কোর্সের আয়োজন করা হবে। উদ্যোগপতিরা ব্যবসায়িক ক্ষেত্রে কৃত্রিম মেধাকে কী ভাবে কাজে লাগাতে পারবেন, তা হাতেকলমে শেখানো হবে এই কোর্সের মাধ্যমে।
*কোথায় হবে— অনলাইনে।
*কবে— ১১-১৩ সেপ্টেম্বর।
*কতদিন চলবে— দু’দিন।
*কারা আবেদন করতে পারবেন— বিভিন্ন সংস্থায় কর্মরত মহিলাদের জন্য এই কোর্স। তবে শিল্পপতি থেকে অন্য ক্ষেত্রে পেশাদাররাও আবেদন করতে পারবেন।
*আবেদন কী ভাবে— অনলাইনে।
*আবেদনের শেষ দিন— উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে।