বিইএমএল লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল)-এ কর্মী নিয়োগ করা হবে। প্রায় পাঁচশোর কাছাকাছি শূন্যপদ রয়েছে সংস্থায়। এমনই জানিয়ে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থায় নির্ধারিত মেয়াদে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনে।
সংস্থায় অপারেটর পদে কাজের সুযোগ মিলবে। বিভিন্ন বিভাগের জন্য নিয়োগ করা হবে ফিটার, টার্নার, ওয়েল্ডার, মেশিনিস্ট এবং ইলেকট্রিশিয়ান। শূন্যপদের সংখ্যা ৪৪০। নিযুক্তেরা সর্বাধিক চার বছর সংস্থায় কাজের সুযোগ পাবেন। পোস্টিং হবে দেশের বিভিন্ন অঞ্চলে। তাঁদের বেসিক পে হবে মাসে ১৬,৯০০ টাকা।
আবেদনকারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই কোর্সে ফার্স্ট ক্লাস (৬০ শতাংশ নম্বর) থাকতে হবে। ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং প্রদত্ত ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট (এনএসি) বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (এনটিসি) থাকতে হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ২৯ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।
প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১২ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।