NTPC Recruitment 2025

কয়লা খনিতে ইঞ্জিনিয়ার প্রয়োজন, কোন বিভাগে প্রার্থীর খোঁজ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন-এ?

কয়লা খনিতে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ইঞ্জিনিয়ারদের থেকে আবেদন চেয়েছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১২:৪৮
Share:

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেড। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেড-এ ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক্‌জ়িকিউটিভ ডিরেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, তাঁদের ফার্স্ট ক্লাস মাইন ম্যানেজারের শংসাপত্র থাকা প্রয়োজন।

এ ছাড়াও বেসরকারি বা সরকারি কয়লা খনিতে অন্তত ২০ বছর এক্‌জ়িকিউটিভ পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement

সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৫৭ বছর বয়সি ব্যক্তিদের নিয়োগ করা হবে। নিযুক্তের জন্য ১,৫০,০০০ থেকে ৩,০০,০০০ টাকা বেতনক্রমে মাসিক পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। ১১ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement