ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতার তরফে গবেষণার জন্য় দক্ষ ব্যক্তি প্রয়োজন। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতার একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ-এর গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট বিভাগে মহারাষ্ট্রের ভীমা নদীর বাস্তুতন্ত্র নিয়ে গবেষণার কাজ চলছে। সেই প্রকল্পেই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টকে কাজ করতে হবে। তাই উল্লিখিত পদে আবেদনকারীদের ন্যাচরাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, মাইক্রোবায়োলজি, ইকোলজি বা জ়ুলজি-র মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, ফিল্ড রিসার্চ, জলের বাস্তুতন্ত্র নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বেসরকারি সংস্থার তরফে ওই প্রকল্পে আর্থিক অনুদান দেওয়া হবে। সেই অনুযায়ী, নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে বাড়ি ভাড়া-সহ পারিশ্রমিক বাবদ ৩৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁকে মোট ১০ মাসের চুক্তিতে কাজ করতে হবে। পরে তা আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য তাঁদের ৩ নভেম্বর সরাসরি আইআইএসইআর, কলকাতায় উপস্থিত থাকতে হবে। এই মর্মে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।