NABARD Recruitment 2025

রাষ্ট্রায়ত্ত সংস্থার বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ প্রয়োজন, আবেদনের সুযোগ পাবেন স্নাতকেরাও!

মিটিগেশন, কার্বন ফিনান্স সেল, ডেটা অ্যান্ড ইমপ্যাক্টড এভালুয়েশন-এর মতো একাধিক বিভাগে বিশেষজ্ঞ নিয়োগ করবে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১১:৪৬
Share:

ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)। ছবি: সংগৃহীত।

কর্মী নিয়োগ করবে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)। রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে ছ’টি বিভাগের জন্য ছ’জন বিশেষজ্ঞের আবেদন চেয়ে পাঠানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন, তার বিশদ জানানো হল।

Advertisement

ক্লাইমেট চেঞ্জ স্পেশ্যালিস্ট (মিটিগেশন) পদে রিনিউবেল এনার্জি, এনার্জি ইঞ্জিনিয়ারিং, ক্লাইমেট সায়েন্স, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাজে অন্তত ৪ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার। বয়স ৩৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।

সংস্থার তরফে আইটি স্পেশ্যালিস্ট (কার্বন ফিনান্স সেল) পদে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকদের নিয়োগ করবে নাবার্ড। ওই পদে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।

Advertisement

এ ছাড়াও রুরাল টেক অ্যান্ড ইনোভেশন, ডেটা অ্যান্ড ইম্প্যাক্ট এভালুয়েশন; ফিনান্স, কম্পাইলেন্স অ্যান্ড কমার্শিয়ালাইজ়েশন বিভাগের ‘হেড’ এবং ই-কমার্স স্পেশ্যালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে রুরাল টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, মার্কেটিং, ফিনান্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা আবেদন করতে পারবেন। তাঁদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে হওয়া দরকার। পাঁচ থেকে ১০ বছর উল্লিখিত পদে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন গ্রহণ করা হবে।

নিযুক্তদের প্রতি মাসে ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা বেতন হিসাবে দেওয়া হবে। আগ্রহীদের ৮৫০ টাকা ফি জমা দিয়ে অনলাইনে আবেদন পাঠানো প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। আবেদন ২৮ অক্টোবর পর্যন্ত পাঠাতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement