WB Health Recruitment 2025

পশ্চিম মেদিনীপুর স্বাস্থ্যজেলায় চিকিৎসক প্রয়োজন, প্রার্থীদের থাকা চাই বিশেষ ডিগ্রি, দিতে হবে ইন্টারভিউ

মেডিক্যাল অফিসার, স্পেশ্যালিস্ট, পেডিয়াট্রিশিয়ান-সহ একাধিক পদে কর্মী নিয়োগ করবে পশ্চিম মেদিনীপুর স্বাস্থ্য জেলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১১:২২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পশ্চিম মেদিনীপুর স্বাস্থ্যজেলার একাধিক বিভাগে চিকিৎসকদের প্রয়োজন। তাঁদের চুক্তির ভিত্তিতে রাজ্যের একাধিক প্রকল্পে কাজের জন্য নিয়োগ করা হবে। শূন্যপদ ৪৬টি।

Advertisement

মনোবিদ, স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার, পেডিয়াট্রিশিয়ান, মেডিক্যাল অফিসার, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার— এই সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে নিযুক্তদের ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি এবং রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা প্রয়োজন।

নিযুক্তদের বয়স ৬২ বছর থেকে ৬৭ বছরের মধ্যে হতে হবে। প্রতি তাঁরা পারিশ্রমিক হিসাবে প্রতি দিন ৩,০০০ টাকা থেকে প্রতি মাসে ৭০ হাজার টাকা পাবেন। ওই কাজে এক বছরের চুক্তিতে বহাল রাখা হবে।

Advertisement

প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। পশ্চিম মেদিনীপুরের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে ২৯ এবং ৩০ অক্টোবর ইন্টারভিউয়ের দিন স্থির করা হয়েছে। ওই দিন আগ্রহীদের সমস্ত নথি নিয়ে জেলা স্বাস্থ্য ভবনে ১০ টার মধ্যে পৌঁছে যেতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement