— প্রতিনিধিত্বমূলক চিত্র।
পশ্চিম মেদিনীপুর স্বাস্থ্যজেলায় মেডিক্যাল টেকনোলজিস্ট প্রয়োজন। তাঁদের ‘চোখের আলো’ প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ পাঁচটি।
রাজ্য সরকারের তরফে ১,২০০টি গ্রাম পঞ্চায়েত এবং শহরের ১২০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই প্রকল্পের অধীনে বয়স্ক মানুষের চোখের পরীক্ষা, ছানি অপারেশনের মতো পরিষেবা দেওয়া হয়। সেই প্রকল্পেই মেডিক্যাল টেকনোলজি শাখার অধীনে অপটোমেট্রি বা অপথ্যামিক টেকনিক বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন।
উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। ২১ বছর থেকে ৩৯ বছর বয়সিদের ওই কাজে নিযুক্ত করা হবে। নিযুক্তেরা প্রতি তিন দিনের পারিশ্রমিক হিসাবে ১,০০০ টাকা পাবেন। ওই কাজে এক বছরের চুক্তিতে বহাল রাখা হবে।
প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। পশ্চিম মেদিনীপুরের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে ৩১ অক্টোবর ইন্টারভিউয়ের দিন স্থির করা হয়েছে। ওই দিন আগ্রহীদের সমস্ত নথি নিয়ে জেলা স্বাস্থ্য ভবনে ১১ টার মধ্যে পৌঁছে যেতে হবে।