PowerGrid Recruitment 2025

পাওয়ারগ্রিড খুঁজছে আইনে স্নাতকদের, কোন বিভাগে মিলবে প্রশিক্ষণের সুযোগ?

আইনে স্নাতকদের নিয়োগ করবে পাওয়ারগ্রিড। কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ ওই সংস্থায় সাতজন কর্মী প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১১:৫৯
Share:

পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ। আইনে স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে। মোট শূন্যপদ সাতটি।

Advertisement

পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া-য় অফিসার ট্রেনি পদে সাত জন কর্মী প্রয়োজন। কেন্দ্রীয় শক্তি মন্ত্রক অধীনস্থ ওই সংস্থায় পাঁচ বছরের ইন্টিগ্রেটেড ল, তিন বছরের এলএলবি কোর্স সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তাঁদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।

স্নাতকদের কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৬-এ উত্তীর্ণ হতে হবে। গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ এবং প্রি-এমপ্লয়মেন্ট মেডিক্যাল এক্‌জ়ামিনেশনের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন বিশেষজ্ঞেরা। উল্লেখ্য, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ক্ল্যাট ২০২৬-এর রেজিস্ট্রেশন চলবে।

Advertisement

প্রথমে নিযুক্তদের এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এর পর তাঁদের ‘অফিসার’ হিসাবে পদোন্নতি হবে। পদোন্নতির পর ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন ৪০,০০০ টাকা এবং অন্য ভাতা বরাদ্দ করা হয়েছে।

আগ্রহীরা ৫০০ টাকা ফি দিয়ে অনলাইনে আবেদন জমা করতে পারবেন। আবেদনের সময় ক্ল্যাট-এর রোল নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর-সহ অন্য তথ্য দেওয়া প্রয়োজন। আবেদনের জন্য পাওয়ারগ্রিডের ওয়েবসাইটের পোর্টাল ১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement