গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
স্টাফ সিলেকশন কমিশনের একাধিক নিয়োগ-পরীক্ষা এবং আবেদন গ্রহণের সূচিতে করা হয়েছে রদবদল। এই তালিকায় রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (সিএইচএসএল) টায়ার ওয়ান পরীক্ষা, দিল্লি পুলিশের কনস্টেবল, সাব ইনস্পেক্টর, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, মিনিস্টেরিয়াল বিভাগের হেড কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা।
কমিশনের তরফে জানানো হয়েছে, সিএইচএসএল টায়ার ওয়ান-এর পরীক্ষা ১২ নভেম্বর নেওয়া হবে। প্রথমে ওই পরীক্ষা ৮-১৮ সেপ্টেম্বরের মধ্যে হবে বলে জানানো হয়েছিল। পরীক্ষাকেন্দ্রের জন্য পরীক্ষার্থীরা নিজেদের পছন্দের শহর বেছে নিতে পারবেন ‘সেলফ স্লট সিলেকশন’-এর মাধ্যমে। ওই সুযোগ ২৮ অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে।
দিল্লি পুলিশের কনস্টেবল পরীক্ষা দিতে আগ্রহীরা ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। দিল্লি পুলিশের সাব ইনস্পেক্টর, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের আবেদন সংক্রান্ত ত্রুটি সংশোধনের সুযোগ থাকছে ৩-৫নভেম্বর পর্যন্ত। মিনিস্টেরিয়াল এবং এক্জ়িকিউটিভ বিভাগের হেড কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফর্ম সংশোধনের জন্য ৫-৯ নভেম্বর পর্যন্ত পোর্টাল চালু থাকবে। এই বিভাগে সমস্ত পদে নিয়োগের পরীক্ষা নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে নেওয়া হবে। তবে, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে নিয়োগের পরীক্ষা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে হতে চলেছে।
এ ছাড়াও গ্রেড ‘সি’ স্টেনোগ্রাফার লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটেটিভ এক্জ়ামিনেশন-এর পেপার ওয়ান-এর পরীক্ষার আবেদন প্রক্রিয়া নভেম্বর মাসে শুরু হতে চলেছে। পরীক্ষা নেওয়া হবে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে। সমস্ত পরীক্ষাই কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে নেওয়া হবে।