Admission MS by Research 2025

ডিগ্রি অর্জনের সঙ্গে পাওয়া যাবে ফেলোশিপ! সুযোগ থাকছে স্বাধীন গবেষণারও, ভর্তির সুযোগ কোথায়?

‘মাস্টার অফ সায়েন্স বাই রিসার্চ’ প্রোগ্রামের অধীনে পড়ুয়াদের স্বাধীন ভাবে গবেষণার সুযোগ দেওয়া হয়। গবেষণালব্ধ বিষয় থিসিস হিসাবে প্রকাশও করতে পারবেন পড়ুয়ারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১২:২৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

হাতে ডিগ্রির কাগজ থাকাই যথেষ্ট নয়, চাই গবেষণার অভিজ্ঞতাও। অনেক সময়ই এই অভিজ্ঞতা না থাকায় রিসার্চ অ্যাসোসিয়েট বা জুনিয়র রিসার্চ ফেলো পদে কাজের আবেদন করতে গিয়েও পিছিয়ে আসতে হয়। আবার পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য কী ভাবে এগোবেন, তার হদিশ পেতেও কালঘাম ছোটে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের।

Advertisement

সেই সমস্যা মেটাতেই ২০২০-তে আইআইটি বোম্বে ‘মাস্টার অফ সায়েন্স বাই রিসার্চ’ ডিগ্রি কোর্স চালু করে। যাঁরা পিএইচডি করতে চান, বা স্বাধীন ভাবে গবেষণা করতে আগ্রহী, তাঁরা এই কোর্সটি করার সুযোগ পেয়ে থাকেন। দু’বছরের স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে পাঠ্যবই ভিত্তিক পঠনপাঠনে জোর দেওয়া হয়ে থাকলেও, এই কোর্সের ক্ষেত্রে গবেষণার বিষয়ে বেশি গুরুত্ব থাকে।

ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকলে এই কোর্সটি করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

Advertisement

চলতি শিক্ষাবর্ষে আইআইটি, ভুবনেশ্বরও সাতটি বিভাগ ‘মাস্টার অফ সায়েন্স বাই রিসার্চ’-এর সুযোগ দেবে। পাঁচটি সেমেস্টারে সম্পূর্ণ হওয়া এই প্রোগ্রামটি তিন ভাবে করার সুযোগ পাবেন পড়ুয়ারা। ইনস্টিটিউট ফেলোশিপ, প্রজেক্ট স্টাফ এবং ইনস্টিটিউট স্টাফ / স্পনসরড— প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি কিংবা যাঁরা ফেলোশিপ পাচ্ছেন বা পেতে পারেন, তাঁরাও এই ডিগ্রি কোর্সটি করার সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের তরফে যে সমস্ত বিভাগে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে, তার তালিকা দেওয়া হল— মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস, ক্লাইমেট সায়েন্সেস। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ১০ নভেম্বর।

আইআইটি বোম্বে, আইআইটি ভুবনেশ্বর ছাড়াও আইআইএসইআর কলকাতা, আইআইআইটি ব্যাঙ্গালোর, আইআইএসসি ব্যাঙ্গালোর, আইআইএসইআর পুণে, আইআইটি মাদ্রাজ, আইআইএসইআর তিরুপতি-তেও উল্লিখিত কোর্সটি করানো হয়ে থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement