PhD Admission 2025

এক্সপেরিমেন্টাল ফিজ়িক্স নিয়ে গবেষণা করতে চান? সুযোগ দেবে বসু বিজ্ঞান মন্দির

কী ভাবে আবেদন করবেন, কোন বিষয় বেছে নেওয়ার সুযোগ রয়েছে— তা বিশদে জানিয়েছে বসু বিজ্ঞান মন্দির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১২:৪৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

এক্সপেরিমেন্টাল ফিজ়িক্স-এ বসু পিএইচডি করার সুযোগ দিচ্ছে বিজ্ঞান মন্দির (বোস ইনস্টিটিউট)। ওই প্রতিষ্ঠানের তরফে বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস এবং ফিজ়িক্যাল সায়েন্সেস-এর একাধিক বিষয়ে গবেষণা করতে পারবেন। কী ভাবে আবেদন করবেন, কোন বিষয় বেছে নেওয়ার সুযোগ রয়েছে— তার বিশদ তথ্য জানানো হল।

Advertisement

রসায়ন, কেমিক্যাল বায়োলজি, বায়োলজি অফ মাইক্রোবস, প্লান্ট বায়োলজি, স্ট্রাকচারাল বায়োলজি, বায়োইনফরমেটিক্স, ডিজ়িজ বায়োলজি, থিয়োরেটিক্যাল ফিজ়িক্স এবং এক্সপেরিমেন্টাল ফিজ়িক্স নিয়ে পিএইচডি করার সুযোগ থাকছে।

আগ্রহীদের ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, টেকনোলজি কিংবা মেডিক্যাল শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর স্তরে পেতে হবে ৫৫ শতাংশের বেশি নম্বর। এ ছাড়াও তাঁদের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইনডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) / ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি) নেট ফর জেআরএফ, গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পিএইচডি চলাকালীন বাছাই করা প্রার্থীদের ফেলোশিপ হিসাবে ৩৭ হাজার থেকে ৪২ হাজার টাকা পাবেন।

Advertisement

অনলাইনে প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন। এর জন্য ‘বোস ইনস্টিটিউট’ শীর্ষক ওয়েবসাইটে প্রবেশ করে তাঁদের একটি ফর্ম পূরণ করতে হবে। ওই ফর্মের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি থাকা প্রয়োজন। ফর্ম জমা দেওয়ার পর একটি রসিদ দেওয়া হবে, যা ইন্টারভিউয়ের সময় সঙ্গে রাখতে হবে।

অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ১৪ নভেম্বর পর্যন্ত। আবেদনপত্র বাছাই করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নেওয়া শুরু হবে। বাছাই করা প্রার্থীদের নাম ২৪ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা হবে। ইন্টারভিউ সংক্রান্ত শর্তাবলি জানতে হলে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement