— প্রতিনিধিত্বমূলক চিত্র।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগ্রহশালা (থিয়েটার রেপার্টয়্যার) এর জন্য নাট্য শিল্পী প্রয়োজন। এ জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
নাটক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন জমা দিতে পারবেন। তাঁদের বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
নাট্য শিল্পীদের থিয়েটারের কাজের অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকা চাই। এক বছরের চুক্তিতে তাঁদের নিয়োগ করা হবে। আগ্রহীরা ই-মেল মারফত কিংবা সশরীরে নাটক বিভাগে এসে আবেদন জমা দিতে পারবেন।
আবেদনের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রমাণপত্র জমা দিতে হবে। ইন্টারভিউয়ের জন্য বাছাই করা হলে সেই সমস্ত নথি সঙ্গে রাখা প্রয়োজন। আবেদনের শেষ দিন ১২ নভেম্বর।