— প্রতিনিধিত্বমূলক চিত্র।
শিল্পক্ষেত্র, উৎপাদনকারী সংস্থা কিংবা ব্যাঙ্কিং ক্ষেত্রে চিকিৎসকদের কাজ করতে হয়। সেই সমস্ত জায়গায় কাজের জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। এই দক্ষতা অর্জনের জন্য ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রিপ্রাপ্তদের একটি বিশেষ কোর্স করতে হয়। কোর্সের নাম ‘অ্যাসোসিয়েট ফেলো ইন ইন্ডাস্ট্রিয়াল হেলথ’।
ডিরেক্টর জেনারেল ফ্যাক্টরি অ্যাডভাইস সার্ভিস অ্যান্ড লেবার ইনস্টিটিউট, কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রক নিয়ন্ত্রিত ওই কোর্সটির মাধ্যমে এমবিবিএস চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সাধারণত কলকারখানায় চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন যে কোনও পরিস্থিতিতে। নিযুক্ত চিকিৎসক যাতে সেই পরিবেশের কথা মাথায় রেখে দ্রুত পরিষেবা দিতে পারেন, সে জন্যই এই বিশেষ প্রশিক্ষণটি দেওয়া হয়। তিন মাসের ওই কোর্সে হাতেকলমে কাজ শেখার সুযোগ পেয়ে থাকেন চিকিৎসকেরা।
সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে অক্যুপেশনাল হেলথ অ্যান্ড ডিজ়িজ, ইন্ডাস্ট্রিয়াল হাইজিন অ্যান্ড সেফটি, টক্সিকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ, এরগোনমিক্স-এর মত রোগ নির্ণয় এবং নিরাময়ের কৌশল শেখানো হয়ে থাকে। এ ছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি, উৎপাদন কেন্দ্রে গিয়ে হাতে কলমে কাজ করার অভিজ্ঞতাও অর্জনের সুযোগ থাকে চিকিৎসকদের কাছে। এ ক্ষেত্রে পুরোনো কেস স্টাডি নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞেরা।
কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রকের তরফে দেশের বাছাই করা কেন্দ্রে এই প্রশিক্ষণটি দেওয়া হয়ে থাকে। পাশাপাশি, কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ-এর তরফেও ওই কোর্সটি করানো হয়। খরচ হয় ৩৫,০০০ টাকা।
ভর্তি হতে আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ৭ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। ২৫ জনকে নিয়ে ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ২ মার্চ, ২০২৬ পর্যন্ত ক্লাস করাবেন বিশেষজ্ঞেরা।