কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হবে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হবে। ওই পদে নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট) হতে চলেছে ২০২৬-এ। তবে পরীক্ষার রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে, সে সম্পর্কিত কোনও তথ্য জানায়নি আয়োজক সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।
সিবিএসই জানিয়েছে, ২১তম সিটেট ৮ ফেব্রুয়ারি, ২০২৬-এ নেওয়া হবে। প্রথম এবং দ্বিতীয়— দু’টি পত্রের পরীক্ষা একই দিনে হতে চলেছে। মোট ২০ ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। দেশের ১৩২টি পরীক্ষাকেন্দ্রে সিটেট নেওয়া হবে।
এই পরীক্ষা শুধুমাত্র তাঁরাই দিতে পারবেন, যাঁরা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই) দ্বারা নিযুক্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে পড়াচ্ছেন। প্রথম পত্রের মাধ্যমে প্রথম থেকে পঞ্চম শ্রেণি এবং দ্বিতীয় পত্রের মাধ্যমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য নিয়োগের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণেরা প্রথম থেকে অষ্টম শ্রেণিতে শিক্ষকতার সুযোগ পাবেন। রেজিস্ট্রেশনের সময় প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে যে কোনও একটি কিংবা দু’টি পত্রই বেছে নিতে পারবেন। সিবিএসই জানিয়েছে, পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ যথাসময়ে জানানো হবে।
আগ্রহীদের সিবিএসই সিটেট-এর (ctet.nic.in) ওয়েবসাইট মারফত আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য লিঙ্কে ক্লিক করে লগইন ডিটেলস দিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দেওয়া প্রয়োজন। তবে, কবে থেকে রেজিস্ট্রেশনের পোর্টাল চালু করা হবে, সেই সম্পর্কে সমস্ত তথ্য শীঘ্রই জানাবে সিবিএসই।