Fake Universities In India

ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় জুড়ল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের নাম! পড়ুয়াদের সতর্ক করল ইউজিসি

প্রতিটি শিক্ষাবর্ষ শুরুর আগেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করে থাকে। ২০২৫-এ সেই তালিকায় রয়েছে মোট ২২ টি প্রতিষ্ঠানের নাম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৬:৫৩
Share:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ছবি: সংগৃহীত।

স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষের পথে। এরই মাঝে নতুন করে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম জুড়ল দিল্লির ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। কোনও পড়ুয়া যাতে ওই প্রতিষ্ঠানে ভর্তি না হন, তা নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

Advertisement

অভিযোগ, দিল্লির কোটলা মুবারকপুরের দি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এমন কিছু ডিগ্রি কোর্সে ভর্তি নিচ্ছে, যা ইউজিসি অ্যাক্ট, ১৯৫৬-এর বিধিভঙ্গ করছে। ইউজিসি ওই প্রতিষ্ঠানকে ‘সেলফ স্টাইলড ইনস্টিটিউশন’ হিসাবে চিহ্নিত করেছে।

এর আগে, ২০২৪-এ ওই একই অভিযোগে কেরলে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ প্রফেটিক মেডিসিন-কে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় যোগ করেছিল ইউজিসি। তবে, ২০২৩-এর তালিকায় উত্তরপ্রদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিয়োপ্যাথি থাকলেও পরবর্তী শিক্ষাবর্ষের তালিকায় ওই প্রতিষ্ঠানটির নাম উল্লেখ করা হয়নি। বরং তার বদলে যোগ হয়েছে মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি, উত্তরপ্রদেশ।

Advertisement

পশ্চিমবঙ্গেও দু’টি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এবং ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। প্রথম প্রতিষ্ঠানের নাম ২০০৯-তে এবং দ্বিতীয়টি নাম ২০১৬ এই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় যোগ করে ইউজিসি। কমিশনের তরফে ইতিমধ্যেই প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্য সরকারগুলিকে চিঠি পাঠানো হয়েছে।

এখনও পর্যন্ত মোট ২২টি প্রতিষ্ঠানের নাম এই তালিকায় রয়েছে। এর মধ্যে সর্বাধিক ভুয়ো বিশ্ববিদ্যালয়ের হদিশ পাওয়া গিয়েছে দিল্লিতেই। প্রতিবেদনের শুরুতেই বেশ কিছু প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। রইল বাকি প্রতিষ্ঠানের নামের তালিকা—

১। বদ্গনভী সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, কর্নাটক

২। সেন্ট জন ইউনিভার্সিটি, কেরল

৩। রাজা আরবি বিশ্ববিদ্যালয়, মুম্বই

৪। শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশন, পুদুচেরি

৫। বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, অন্ধ্রপ্রদেশ

৬। ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, অন্ধ্রপ্রদেশ

৭। ভারতীয় শিক্ষা পরিষদ, উত্তরপ্রদেশ

১০। গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, উত্তরপ্রদেশ

১১। নেতাজি সুভাষচন্দ্র বোস বিশ্ববিদ্যালয় (মুক্ত বিশ্ববিদ্যালয়), উত্তরপ্রদেশ

১২। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস (এআইআইপিএইচএস), দিল্লি

১৩। কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ, দিল্লি

১৪। ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি

১৫। ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি

১৬। এডিআর-সেন্ট্রিক জুরিডিকাল ইউনিভার্সিটি, দিল্লি

১৭। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, দিল্লি

১৮। বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ-এমপ্লয়েমেন্ট, দিল্লি

১৯। আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, দিল্লি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement