উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন? তা হলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট ফেলো নিয়োগ করা হবে। ওই কাজের জন্যই স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তি প্রয়োজন। শূন্যপদ একটি।
আগ্রহী প্রার্থীর স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। একই সঙ্গে তাঁকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) / স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)/ গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।
উল্লিখিত পদে প্রাথমিক পর্যায়ে এক বছরের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ মোট তিন বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ১৪ হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়াও নিযুক্তের জন্য ঘর ভাড়া বাবদ ভাতাও বরাদ্দ করা হয়েছে।
ই-মেল মারফত আগ্রহীদের আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন সংক্রান্ত অন্য শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (nbu.ac.in) গিয়ে দেখে নিতে পারেন। আবেদনের শেষ দিন ৮ জুলাই।