ছবি: সংগৃহীত।
আইন স্নাতকোত্তর স্তরের প্রবেশিকার ফল প্রকাশিত হয়েছে ২০২৫-এর ডিসেম্বরে। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট ল অফিসার পদে চাকরির সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা। শূন্যপদ ছ’টি।
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড-এর (এনটিপিসি) তরফে ক্ল্যাট ২০২৬ উত্তীর্ণদের অ্যাসিস্ট্যান্ট ল অফিসার পদে নিয়োগ করা হবে। তাঁদের প্রাপ্ত স্কোর এবং সংস্থার চাহিদা অনুযায়ী ওই পদের জন্য বাছাই করা হবে। এ জন্য আলাদা কোনও পরীক্ষা দিতে হবে না। তবে, বাছাই করা প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন।
সংশ্লিষ্ট পদে নিযুক্তদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ৩০,০০০ থেকে ১,২০,০০০ টাকা বেতনক্রমের অধীনে পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকা।
এনটিপিসি-র ওয়েবসাইট মারফত আবেদন সংক্রান্ত সমস্ত নথি পাঠানোর সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে যাঁরা ক্ল্যাট পিজি ২০২৬-এ ৬০ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়েছেন, তাঁরাই আবেদনের সুযোগ পাবেন। আবেদনের শেষ দিন ১৬ জানুয়ারি।