Apprenticeship Recruitment 2025

মাধ্যমিক উত্তীর্ণ হলেই শিক্ষানবিশ! নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্সে খুঁজছে আইটিআই উত্তীর্ণদের

শূন্যপদ ৪০৫টি। বিভাগ অনুযায়ী প্রতি মাসে ১০,৫৬০ অথবা ৯৬০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৮:৫৯
Share:

নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্সে। ছবি: সংগৃহীত।

মাধ্যমিক পাশ করেছেন, এমন প্রার্থীদের জন্য কেন্দ্রীয় সংস্থায় কাজ শেখার সুযোগ। দেওয়া হবে ভাতাও। এই মর্মে নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্সের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রের পারমাণবিক বিভাগের অধীনস্থ সংস্থায় এক বছরের জন্য শিক্ষানবিশ নেওয়া হবে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে যে সব বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে, সেগুলি হল— ফিটার, টার্নার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট, অ্যাটেডেন্ট অপারেটর, কেমিক্যাল প্লান্ট অপারেটর, ইনস্ট্রুমেন্ট অপারেটর, স্টেনোগ্রাফার, ওয়েল্ডার, ডিজেল মেকানিক, কারপেন্টার, প্লাম্বার, মোটর মেকানিক, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এবং ইনস্ট্রুমেন্ট মেকানিক। শূন্যপদ ৪০৫টি। বিভাগ অনুযায়ী প্রতি মাসে ১০,৫৬০ অথবা ৯,৬০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। মাধ্যমিক পাশ করেছেন এবং উল্লিখিত বিভাগে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই-এর শংসাপত্র রয়েছে, এমন প্রার্থীদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের হতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ নভেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্সের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement