প্রতীকী ছবি।
কালিম্পং জেলা পরিষদে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী।
কাউন্সিল পদে কর্মী নিয়োগ করবে কালিম্পং জেলার শিশু সুরক্ষা বিভাগ। শূন্যপদ রয়েছে একটি। প্রতি মাসে ১৮,৫৩৬ টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমাজবিদ্যা অথবা মনোবিদ্যা বিষয়ে স্নাতক হতে হবে। অথবা, কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট বিভাগে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
লিখিত পরীক্ষা এবং কম্পিউটার পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আবেদনের জন্য প্রথমে কালিম্পং জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে (https://kalimpong.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ নভেম্বর ২০২৫। বিস্তারিত তথ্য এবং শর্তাবলি ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।