অয়েল ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড (অয়েল)-এ কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে।
কনসালট্যান্ট নিয়োগ করা হবে। সংস্থার তরফে দু’টি বিভাগের জন্য এই নিয়োগ। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। বিভাগ অনুযায়ী ১ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা এবং দেড় লক্ষ টাকা বেতন দেওয়া হবে। একটি বিভাগে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিয়োলজিতে মাস্টার অফ সায়েন্স/ মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। অন্য বিভাগের ক্ষেত্রে যে কোনও বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
অয়েল ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ জুলাই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটটি দেখুন।