— প্রতিনিধিত্বমূলক চিত্র।
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। ওই বিশ্ববিদ্যালয়ের মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতার সুযোগ রয়েছে। শূন্যপদ একটি।
গণিতে পিএইচডি করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, যাঁরা ওই বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁদের আবেদনও গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
তবে, সংশ্লিষ্ট পদে নিযুক্তকে কত বেতন দেওয়া হবে, বা কতদিনের চুক্তিতে কাজ চলবে— সে সম্পর্কে কোনও তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাননি। তাই এই সম্পর্কে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (knu.ac.in) নজর রাখা দরকার।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তাই আগ্রহীদের ১২ সেপ্টেম্বর বেলা ১২টার আগে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকা দরকার। সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং বৈধ পরিচয়পত্রের মতো নথি রাখতে হবে।