বোস ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
বোস ইনস্টিটিউট জুনিয়র রিসার্চ ফেলো খুঁজছে। সংস্থার কেমিক্যাল সায়েন্সেস বিভাগে ওই ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ ২৯ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত থাকছে। শূন্যপদ একটি।
রসায়নে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকদের আবেদনও গ্রহণ করা হবে। তবে, উভয় ক্ষেত্রেই প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। পাশাপাশি, তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।
জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিযুক্তকে মাসে ২৫ হাজার থেকে ৩১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। তবে, মেয়াদ শেষ হওয়ার পর ওই ব্যক্তি বোস ইনস্টিটিউট থেকে পিএইচডি-র সুযোগ পাবেন না।
১২ সেপ্টেম্বর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে বিশেষজ্ঞ কমিটি। তার আগে আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে চাইলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (jcbose.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।