— প্রতিনিধিত্বমূলক চিত্র।
স্নাতকদের কাজের সুযোগ দেবে কলকাতার রাষ্ট্রায়ত্ত গবেষণা কেন্দ্র। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার), কলকাতার বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের গবেষণা প্রকল্পে কর্মখালি রয়েছে। ওই প্রকল্পে ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের বায়োলজি ল্যাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও গবেষণাগারের প্রাণীদের রক্ষণাবেক্ষণ, বেসিক কম্পিউটিংয়ে দক্ষ হওয়া দরকার।
সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্ত ব্যক্তিকে ১৮ হাজার টাকা পারিশ্রমিক এবং বাড়িভাড়া বাবদ ভাতা দেওয়া হবে। তাঁকে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, তবে, ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।
আগ্রহীদের অনলাইনে ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীরা ইন্টারভিউয়ে যোগদানের সুযোগ পাবেন। আবেদনের শেষ দিন ১৫ সেপ্টেম্বর। কবে কাজ শুরু হবে, সেই সম্পর্কিত তথ্য আইসার কলকাতার ওয়েবসাইট (iiserkol.ac.in) থেকে জেনে নিতে পারবেন।