Govt Jobs in Purba Burdwan 2025

বর্ধমান মেডিক্যাল কলেজে ডেটা ম্যানেজার প্রয়োজন, স্নাতকেরাও পাবেন আবেদনের সুযোগ

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্ট সেন্টারে কাজের জন্য ডেটা ম্যানেজার নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৭
Share:

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ছবি: সংগৃহীত।

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্ট সেন্টারে কাজের জন্য ডেটা ম্যানেজার নিয়োগ করা হবে। ওই কাজের জন্য স্নাতকেরা আবেদনের সুযোগ পেতে পারেন। শূন্যপদ একটি।

Advertisement

রাশিবিজ্ঞান কিংবা গণিতে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তবে, তাঁদের এইচআইভি প্রোগ্রাম-এ কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার। প্রার্থীদের ডেটা ম্যানেজমেন্টের কাজে দক্ষতা থাকতে হবে।

এ ছাড়াও যে কোনও বিষয়ে স্নাতকেরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, ডেটা ম্যানেজমেন্টের কাজও জানা প্রয়োজন।

Advertisement

নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ চলবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্তের যোগ্যতা যাচাই করে নেবে বিশেষজ্ঞ কমিটি।

স্পিড পোস্টে আবেদনপত্র জমা দিতে হবে। ১০ সেপ্টেম্বরের মধ্যে তা পৌঁছতে হবে নির্দিষ্ট ঠিকানায়। কবে পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে, তা জানতে হলে নিয়মিত পূর্ব বর্ধমানের প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে (purbabardhaman.nic.in) নজর রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement