UG admissions 2025

মৎস্যবিজ্ঞান বা দুগ্ধপ্রযুক্তি নিয়ে স্নাতক স্তরে পড়ার সুযোগ, কোন বিশ্ববিদ্যালয়ে শুরু ভর্তি?

দ্বাদশ-উত্তীর্ণেরা মৎস্যবিজ্ঞান বিষয়ে স্নাতক স্তরে ভর্তির সুযোগ পাবেন। এ জন্য তাঁদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ডেয়ারি টেকনোলজি বা দুগ্ধপ্রযুক্তি বিষয়ে স্নাতক স্তরে ভর্তির হওয়ার সুযোগ। রাজ্য জয়েন্টে উত্তীর্ণেরা ওই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন। বিশ্ববিদ্যালয়ের তরফে ভর্তি হওয়ার শর্তাবলি প্রকাশ করা হয়েছে। উল্লিখিত বিষয়টি ছাড়াও মৎস্যবিজ্ঞান, ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজ়বেন্ড্রি বিষয়ে স্নাতক স্তরে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

ডেয়ারি টেকনোলজি:

এই বিষয়টির মাধ্যমে দুধ কিংবা দুগ্ধজাত সামগ্রী প্রক্রিয়াকরণ, প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে শেখানো হয়। এ ছাড়াও খাদ্যসামগ্রীর পুষ্টিগুণ বিচার, মেমব্রেন প্রসেসিং, দুধ উৎপাদন সংক্রান্ত বিষয়গুলিও এর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত।

Advertisement

কারা ভর্তি হতে পারবেন?

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে উত্তীর্ণদের ভর্তি নেওয়ার জন্য ই-কাউন্সেলিং করা হবে। প্রথম পর্ব ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ সেপ্টেম্বর, চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। সংশ্লিষ্ট কোর্সে ৫৪টি আসনে ভর্তি নেওয়া হবে, ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে।

ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজ়বেন্ড্রি:

প্রাণী চিকিৎসাবিজ্ঞানের খুঁটিনাটি এই বিষয়ে শেখানো হয়। মনুষ্যেতর প্রাণীর অসুস্থতা, রোগ নির্ণয়, চিকিৎসা এবং প্রতিষেধক সংক্রান্ত বিষয় নিয়ে পড়ানো হয়।

কারা ভর্তি হতে পারবেন?

স্নাতক স্তরে এই বিষয়ে ভর্তি হওয়ার জন্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) স্কোর থাকা প্রয়োজন।

মৎস্যবিজ্ঞান:

মাছের জীবনচক্র, তার খাদ্যাভ্যাস, সমুদ্র এবং মিষ্টি জলের মাছ চাষের বিভিন্ন পদ্ধতি, রঙিন মাছের চাষ, মাছ থেকে বিভিন্ন পণ্য প্রস্তুতিকরণ, মাছের গুণমান যাচাইয়ের মতো বিষয় এই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত।

কারা পড়তে পারবেন?

উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা ও ইংরেজি-সহ সাধারণ শ্রেণির ছাত্রছাত্রীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে।

আবেদন কী ভাবে?

মৎস্য বিজ্ঞান এবং ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজ়বেন্ড্রি বিষয়ে ভর্তি হতে আগ্রহীরা ৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পেশা প্রবেশের সুযোগ:

  • ডেয়ারি টেকনোলজিতে স্নাতকেরা দুগ্ধ ও খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত সরকারি ও বেসরকারি সংস্থা, বহুজাতিক ডেয়ারি সংস্থার উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং মার্কেটিং বিভাগ, রাষ্ট্রায়ত্ত, বেসরকারি এবং ডেভেলপমেন্টাল ব্যাঙ্ক, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড অ্যানালিটিক্যাল ল্যাবরেটরিতে কাজের সুযোগ পেতে পারেন।
  • এ ছাড়াও দুগ্ধজাত বিস্কুট, নরম পানীয়, কেক-পেস্ট্রি প্রস্তুতকারক সংস্থায় ডেয়ারি মাইক্রোবায়োলজিস্ট, ডেয়ারি কেমিস্ট, ডেয়ারি সুপারভাইজ়ার, ডেয়ারি মার্কেট ডেভেলপমেন্ট অফিসার, নিউট্রিশনিস্ট, ডেয়ারি টেকনোলজিস্ট পদে চাকরির সুযোগ রয়েছে।
  • মৎস্যবিজ্ঞানে স্নাতকদের রাজ্যের বিভিন্ন ব্লকের কেন্দ্রীয় এবং আন্তর্জাতিক অর্থপুষ্ট প্রকল্পে ফিশারি এক্সপার্ট, ফিশারি স্পেশালিস্ট হিসাবে বিভিন্ন পদে কাজ করার সুযোগ থাকে। বেসরকারি সংস্থার ক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোল টেকনোলজিস্ট, হ্যাচারি টেকনোলজিস্ট, অ্যাকোয়ারিস্ট পদেও স্নাতকদের নিয়োগ করা হয়ে থাকে।
  • ভেটেরিনারি সায়েন্সে স্নাতকেরা ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া (ভিসিআই) কিংবা ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিল-এর তরফে রেজিস্ট্রেশন নম্বর পেয়ে থাকেন। এর পর তাঁরা প্রাণিচিকিৎসক হিসাবে দেশের যে কোনও জায়গায় স্বাধীন ভাবে কাজ করতে পারেন।
  • এ ছাড়াও রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২-৩ বছর অন্তর ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হয়ে থাকে। তবে, ভেটেরিনারি অফিসার হিসাবে কাজে যোগ দেওয়ার আগে অ্যাডমিনিস্ট্রেশন ও ফিন্যান্স সংক্রান্ত একটি প্রশিক্ষণ দেওয়া হয় সরকারি ভাবে। এর পরে নিযুক্তেরা অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনে বিভিন্ন ব্লকে গ্রেড কমিশন ১ গেজেটেড অফিসার হিসাবে কাজ করতে শুরু করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement