— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ডেয়ারি টেকনোলজি বা দুগ্ধপ্রযুক্তি বিষয়ে স্নাতক স্তরে ভর্তির হওয়ার সুযোগ। রাজ্য জয়েন্টে উত্তীর্ণেরা ওই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন। বিশ্ববিদ্যালয়ের তরফে ভর্তি হওয়ার শর্তাবলি প্রকাশ করা হয়েছে। উল্লিখিত বিষয়টি ছাড়াও মৎস্যবিজ্ঞান, ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজ়বেন্ড্রি বিষয়ে স্নাতক স্তরে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
ডেয়ারি টেকনোলজি:
এই বিষয়টির মাধ্যমে দুধ কিংবা দুগ্ধজাত সামগ্রী প্রক্রিয়াকরণ, প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে শেখানো হয়। এ ছাড়াও খাদ্যসামগ্রীর পুষ্টিগুণ বিচার, মেমব্রেন প্রসেসিং, দুধ উৎপাদন সংক্রান্ত বিষয়গুলিও এর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত।
কারা ভর্তি হতে পারবেন?
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে উত্তীর্ণদের ভর্তি নেওয়ার জন্য ই-কাউন্সেলিং করা হবে। প্রথম পর্ব ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ সেপ্টেম্বর, চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। সংশ্লিষ্ট কোর্সে ৫৪টি আসনে ভর্তি নেওয়া হবে, ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে।
ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজ়বেন্ড্রি:
প্রাণী চিকিৎসাবিজ্ঞানের খুঁটিনাটি এই বিষয়ে শেখানো হয়। মনুষ্যেতর প্রাণীর অসুস্থতা, রোগ নির্ণয়, চিকিৎসা এবং প্রতিষেধক সংক্রান্ত বিষয় নিয়ে পড়ানো হয়।
কারা ভর্তি হতে পারবেন?
স্নাতক স্তরে এই বিষয়ে ভর্তি হওয়ার জন্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) স্কোর থাকা প্রয়োজন।
মৎস্যবিজ্ঞান:
মাছের জীবনচক্র, তার খাদ্যাভ্যাস, সমুদ্র এবং মিষ্টি জলের মাছ চাষের বিভিন্ন পদ্ধতি, রঙিন মাছের চাষ, মাছ থেকে বিভিন্ন পণ্য প্রস্তুতিকরণ, মাছের গুণমান যাচাইয়ের মতো বিষয় এই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত।
কারা পড়তে পারবেন?
উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা ও ইংরেজি-সহ সাধারণ শ্রেণির ছাত্রছাত্রীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে।
আবেদন কী ভাবে?
মৎস্য বিজ্ঞান এবং ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজ়বেন্ড্রি বিষয়ে ভর্তি হতে আগ্রহীরা ৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পেশা প্রবেশের সুযোগ: