— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ঘুরতে গিয়ে স্থানীয় খাবার চেখে দেখতে অনেকেই ভালোবাসেন। কিন্তু তা অনেক সময়ই ডেকে আনতে পারে বিপদ। সাবান দিয়ে হাত পরিষ্কার করা বা পরিচ্ছন্ন দোকানের খাবার খাওয়ার মতো স্বাস্থ্যবিধি পালন করা দরকার বেড়াতে গিয়েও। তা পালন করা হচ্ছে কি না দেখা এবং খাবারের গুণমান যাচাই বা বর্জ্য ব্যবস্থাপন ইত্যাদি কাজের ক্ষেত্রে বিশেষজ্ঞের প্রয়োজন হয়। তিনি ‘স্যানটারি হেলথ ইনস্পেক্টর’। ওই কাজে যোগদানের সুযোগ দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর পাওয়া যায়।
‘স্যানটারি হেলথ ইনস্পেক্টর’-এর কাজ:
হাসপাতাল, হোটেল, দূষণ নিয়ন্ত্রক পর্ষদ, রেল, পুরসভার মতো জায়গায় জনস্বাস্থ্যবিধি বজায় রাখার কাজটি করে থাকেন ‘স্যানটারি হেলথ ইনস্পেক্টর’।
কারা হতে পারেন?
বিজ্ঞান শাখায় দ্বাদশ উত্তীর্ণেরা এই বিষয়টি নিয়ে ডিপ্লোমা পড়ার সুযোগ পান। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে এই বিষয়টিতে সার্টিফিকেট কোর্সও করানো হয়। সেই কোর্স করার জন্যও বিজ্ঞান বিভাগের বিষয়ে উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় পাশ করতে হয়।
খরচ কত?
কোথায় পড়ানো হয়?
কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ?
স্যানিটারি ইনস্পেক্টর ছাড়াও এই বিষয় নিয়ে পড়াশোনার পর হেলথ অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ ওয়ার্কার, ওয়েস্ট ম্যানেজমেন্ট অফিসার, ফুড ইনস্পেক্টর পদে চাকরির সুযোগ রয়েছে।