এমপ্লয়িজ় স্টেট ইনসিয়োরেন্স কর্পোরেশন হাসপাতাল, জোকা। ছবি: সংগৃহীত।
নার্সিং কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ করা হবে। রাজ্য বিমা নিগম (এমপ্লয়িজ় স্টেট ইনসিয়োরেন্স কর্পোরেশন) অধীনস্থ জোকার ওই কলেজে দু’জনকে নিয়োগ করা হবে।
নার্সিংয়ে পিএইচডি করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। অধ্যক্ষ পদের ক্ষেত্রে ১২ বছর এবং ভাইস-প্রিন্সিপাল পদের ক্ষেত্রে ১০ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৬৯ বছরের মধ্যে হতে হবে।
মোট এক বছরের চুক্তিতে নিযুক্তেরা কাজ করতে পারবেন। তবে, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে অধ্যাপনাও করতে হবে। প্রতি মাসে অধ্যক্ষের জন্য ৮৯ হাজার ৭৮০ টাকা এবং উপাধ্যক্ষের জন্য ৮৪ হাজার ৪২০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীরা ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিয়ে ইন্টারভিউয়ে যোগদান করতে পারবেন। ১০ সেপ্টেম্বর জোকার ইএসআইসি মেডিক্যাল কলেজ বিল্ডিংয়ে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র, নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে নিয়ে আসতে হবে। ওই দিন সকাল ১১ টা থেকে ইন্টারভিউ শুরু হতে চলেছে। এই বিষয়ে আরও জানতে হলে রাজ্য বিমা নিগমের ওয়েবসাইটে (mckolkata.esic.gov.in) গিয়ে বিশদ দেখে নিতে পারেন।