NCERT Recruitment 2025

এনসিইআরটি দেবে সুযোগ! কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন স্নাতকেরা?

সংস্থার এডুকেশন ইন আর্টস অ্যান্ড অ্যাস্থেটিক্স বিভাগের ‘কলা উৎসব ২০২৫-২৬’-এর কাজের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১১
Share:

এনসিইআরটি (রাষ্ট্রীয় শিক্ষা অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদ)। ছবি: সংগৃহীত।

কলা উৎসব শীর্ষক অনুষ্ঠানের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ করবে এনসিইআরটি (রাষ্ট্রীয় শিক্ষা অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদ)। এই কাজের জন্য দু’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

এনসিইআরটি জানিয়েছে, সংস্থার এডুকেশন ইন আর্টস অ্যান্ড অ্যাস্থেটিক্স বিভাগের ‘কলা উৎসব ২০২৫-২৬’-এর কাজের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। ওই কর্মীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের অনুষ্ঠান পরিচালনা এবং আর্থিক অনুদান রক্ষণাবেক্ষণের মতো কাজে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি এবং হিন্দিতে সাবলীল এবং কম্পিউটার ব্যবহার করার দক্ষতাও থাকা দরকার।

Advertisement

নিযুক্তেরা প্রতি মাসে ৩৫ হাজার টাকা পাবেন বেতন হিসাবে। ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার হিসাবে কাজ করতে হবে।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ওই ফর্ম পূরণ করে ইন্টারভিউয়ে যোগদান করতে হবে। ২৪ সেপ্টেম্বর ইন্টারভিউ নেওয়া হবে। আরও তথ্যের জন্য এনসিইআরটি-র ওয়েবসাইটে (ncert.nic.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement