ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতা। ছবি: সংগৃহীত।
রিসার্চ অ্যাসোসিয়েট খুঁজছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতা। ওই সংস্থার সেন্টার অফ এক্সিলেন্স-এর একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
কারা আবেদন করবেন?
ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি, বায়োটেকনোলজি বিষয়ে পিএইচডি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজ করতে পারবেন। তবে, প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট), জিপ্যাট (গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট)-এর মধ্যে যে কোনও একটিতে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এ ছাড়াও তাঁদের মলিকিউলার ফার্মাকোলজি নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স, পারিশ্রমিক এবং চুক্তির মেয়াদ:
কী ভাবে নিয়োগ?
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আবেদনের শর্তাবলি:
রিসার্চ অ্যাসোসিয়েট পদে কাজ করতে আগ্রহীদের অনলাইনে ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৪ সেপ্টেম্বর। কোন নথি জমা দিতে হবে তা বিস্তারিত নাইপার কলকাতার ওয়েবসাইটে (niperkolkata.edu.in) জানানো হয়েছে।