BEd Admission 2025

কল্যাণী বিশ্ববিদ্যালয় দিচ্ছে বিএড করার সুযোগ, আবেদনের শেষ দিন কবে?

আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। কাউন্সেলিংও অনলাইনেই আয়োজিত হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫০
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

স্কুল স্তরে পড়াতে গেলে ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এই বিশেষ ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। আসনসংখ্যা ৫০।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনূর্ধ্ব ৩৭ বছর বয়সিরা বিএড করার সুযোগ পাবেন। বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ভূগোল, গণিত, অর্থনীতি, বাণিজ্য, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন-সহ নানা বিষয় ‘মেথড সাবজেক্ট’ হিসাবে বেছে নেওয়া যাবে।

চারটি সেমেস্টারে এই ডিগ্রি কোর্সের পড়া সম্পূর্ণ হবে। ভর্তি হতে আগ্রহীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে তাঁদের ৫৫ শতাংশ নম্বর থাকা আবশ্যক।

Advertisement

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের তরফে মাস্টার অফ এডুকেশন (এমএড) কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে। বিএড সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, এ জন্য তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে।

উল্লিখিত কোর্সে ৫ শতাংশ আসন সংরক্ষিত পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির প্রশিক্ষণহীন স্কুল শিক্ষকদের জন্য রাখা হয়েছে। তবে তাঁদের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন (এনসিটিই)-এর নিয়মবিধি অনুযায়ী যোগ্য বলে বিবেচিত হওয়া জরুরি।

উভয় কোর্সের জন্য ২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। বিএড-এর মেধাতালিকা ২২ সেপ্টেম্বরে প্রকাশ করা হবে এবং অনলাইনে কাউন্সেলিং ২৪ এবং ২৫ সেপ্টেম্বর হতে চলেছে। ভর্তি সম্পূর্ণ হবে ১৩ অক্টোবরের মধ্যে। এমএড-এর ক্ষেত্রে ২২ সেপ্টেম্বর প্রবেশিকার জন্য বাছাই করা প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। এই সমস্ত তথ্যই বিশ্ববিদ্যালয়ের (kums.klyuniv.ac.in) ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement