চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
রাজ্যের ক্যানসার হাসপাতালে চাকরি পেতে পারেন বিজ্ঞান স্নাতকেরা। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট পদে কর্মী প্রয়োজন। একজনকে নিয়োগ করা হবে।
নিউক্লিয়ার মেডিসিনে স্নাতক অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে, যাঁরা মেডিক্যাল রেডিয়োলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।
এ ক্ষেত্রে তাঁদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। মোট এক বছরের চুক্তিতে নিযুক্ত ব্যক্তি কাজ করার সুযোগ পাবেন। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৭০ হাজার টাকা বরাদ্দ করা হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। প্রতি মাসে নিযুক্ত ব্যক্তিকে ৩২ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। অনলাইনে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর ওয়েবসাইট (cnci.ac.in) মারফত আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য ২০০ টাকা ধার্য করা হয়েছে। নাম নথিভুক্তকরণের পর ফর্ম জমা দিতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।