বিশেষ গবেষণা প্রকল্পে ইঞ্জিনিয়ারেরা গবেষণার সুযোগ পাবেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) ভুবনেশ্বরের মিনারেলস মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজের জন্য এক জনকে নিয়োগ করা হবে।
কারা আবেদন করবেন?
- মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়ালস, মেটালার্জিক্যাল, মেটিরিয়ালস, প্রোডাকশন, সেরামিক, বায়োমেডিক্যাল, বায়োমেডিক্যাল কিংবা বায়োটেকনোলজি, বায়োসায়েন্স অ্যান্ড বায়ো ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন।
- এ ছাড়াও পদার্থবিদ্যা, রসায়ন, মেটিরিয়ালস সায়েন্স বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও আইআইটি ভুবনেশ্বরের ওই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।
- তবে, উভয় ক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পাশাপাশি, থ্রি-ডি প্রিন্টিং, বায়োমেটিরিয়ালস ডেভেলপ করার মতো কাজে গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স এবং বেতন:
- অনূর্ধ্ব ৩০ বছর বয়সিরা ওই কাজের জন্য আবেদন করতে পারবেন।
- অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর (এএনআরএফ) অর্থপুষ্ট প্রকল্পে গবেষক হিসাবে কাজের সুযোগ রয়েছে। সংস্থার অনুদানের ভিত্তিতে প্রতি মাসে ৪৪ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে।
- মোট এক বছরের চুক্তিতে নিযুক্ত ব্যক্তির করার সুযোগ পাবেন।
কী ভাবে আবেদন করবেন?
অনলাইনে আইআইটি ভুবনেশ্বরের ওয়েবসাইট (eims.iitbbs.ac.in) মারফত আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ৪ সেপ্টেম্বর।