সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা কাজের সুযোগ পেতে পারেন রাষ্ট্রায়ত্ত সংস্থা সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এ। সংস্থার একটি গবেষণা প্রকল্পে কর্মখালি রয়েছে। ওই প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
পদার্থবিদ্যা, অ্যাপ্লায়েড ফিজ়িক্স, ফোটোনিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে অপটিক্স, ফাইবার অপটিক্স এবং লেজ়ার নিয়ে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পাশাপাশি, তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।
তবে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, রেডিয়ো ফিজ়িক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, অপটিক্স অ্যান্ড অপটোইলেকট্রনিক্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের আবেদনও গ্রহণ করা হবে। তবে, স্নাতকদের অপটিক্স, ফাইবার অপটিক্স এবং লেজ়ার নিয়ে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট ছ’মাসের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তবে, যাঁরা নেট বা গেট উত্তীর্ণ নন, তাঁদের ৩০ হাজার টাকা দেওয়া হবে। এ ক্ষেত্রে নিযুক্তের বয়স ৫০ বছরের মধ্যে হওয়া দরকার।
আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র পাঠাতে পারবেন। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এর ওয়েবসাইটে (cgcri.res.in) দেওয়া ই-মেল আইডিতেই আবেদন গ্রহণ করা হবে। আবেদনের শেষ দিন ১৪ সেপ্টেম্বর।