BEd Admission 2025

বর্ধমান বিশ্ববিদ্যালয় দিচ্ছে বিএড করার সুযোগ, কোন কোন বিষয়ে আবেদন গ্রহণ করা হবে?

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মারফত আবেদন জমা দিতে হবে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে কাউন্সেলিং শুরু হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৮
Share:

বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বর্ধমান বিশ্ববিদ্যালয় ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) ডিগ্রি কোর্স করার সুযোগ দিচ্ছে। শিক্ষকতায় আগ্রহীরা বিজ্ঞান শাখার কিছু বিষয়ে ওই ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ জন্য তাঁদের ১২,২৩০ টাকা অ্যাডমিশন ফি হিসাবে জমা দিতে হবে।

Advertisement

কোন কোন বিষয়ে বিএড করার সুযোগ?

প্রাণিবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা, পুষ্টিবিদ্যা, রাশিবিজ্ঞান, গণিত ফিজ়িয়োলজি, বায়ো-টেকনোলজি, পুষ্টিবিদ্যা, মাইক্রো-বায়োলজি, বায়ো-কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি বিষয়ে বিএড করার সুযোগ থাকছে।

Advertisement

কারা আবেদন করবেন?

উল্লিখিত বিষয়ে যাঁরা স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ৫৫ শতাংশ নম্বর থাকা দরকার। প্রার্থীদের বয়স ৩৮ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের পদ্ধতি:

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (buruniv.ac.in)-এ আবেদন জমা দিতে হবে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। ২২ সেপ্টেম্বরে প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশের পর ২৩ সেপ্টেম্বর থেকে অনলাইনে কাউন্সেলিং শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement