প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধীনে চাকরির সুযোগ। লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন প্রার্থীদের খুঁজছে বিশ্ববিদ্যালয়। তাঁকে জরায়ুমুখের ক্যানসার নিয়ে গবেষণার কাজ করতে হবে। শূন্যপদ একটি।
লাইফ সায়েন্সেস-এর কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। তবে, এ ক্ষেত্রে তাঁদের ক্যানসার বায়োলজি, ইমিউনোলজি নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
নিযুক্তদের প্রতি মাসে ২৪,৮০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁদের মোট চার মাসের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।
আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি-সহ আবেদনপত্র নিয়ে ২৮ নভেম্বর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। ওই দিন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করবেন বিশেষজ্ঞেরা। এ ক্ষেত্রে ই-মেল মারফত ওই নথি পাঠিয়ে আবেদন জানিয়ে রাখতে পারবেন।