ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স (আইআইএসটি)। ছবি: সংগৃহীত।
সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড আউটরিচের কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স (আইআইএসটি)-র তরফে ওই কাজের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদের জন্য ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের থ্রিডি প্রিন্টিং, ইলেক্ট্রনিক্স ডিজ়াইন, মেকানিক্যাল ডিজ়াইন, ক্যাড ড্রয়িং সংক্রান্ত বিষয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন।
আবেদনকারীদের বয়স ৩০ জুন, ২০২৫ অনুযায়ী, ৪০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তিকে আইআইএসটি এক বছরের চুক্তিতে বহাল রাখবে। ওই মেয়াদ পরে কাজের নিরিখে বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসের পারিশ্রমিক ৩৫ হাজার টাকা এবং বাড়ি ভাড়া-বাবদ আরও কিছু টাকা দেওয়া হবে।
অনলাইনে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শর্তাবলি জানতে আইআইএসটি-র ওয়েবসাইটে গিয়ে (www.iist.ac.in) মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। আবেদনের শেষ দিন ৩০ জুন।